করোনায় তিন বিভাগে মৃত্যু শূন্য

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
করোনায় তিন বিভাগে মৃত্যু শূন্য

পদ্মাটাইমস ডেস্ক : দেশে মহামারি করোনার প্রকোপ কমতে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১৪ জন। তবে দেশের তিন বিভাগে কেউ মারা যায়নি। বিভাগ তিনটি হলো- রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৩ জনে। তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন করে মারা যান। ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৮১ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৬২৪ জন।

এই ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কেউ মারা যায়নি। রাজশাহীতে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩২ জন। অন্যদিকে, ময়মনসিংহে সবচেয়ে কম ৮৩৯ জন এবং সিলেটে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৫৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭০১ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪৯ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৭৬ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৭২ হাজার ৪৪২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯০ লাখ ১০ হাজার ৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ১৫৩ জন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে