নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১; সময়: ৪:৫১ অপরাহ্ণ |
নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার ১৩ অক্টোবর বেলা সাড়ে ১০টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে দিবসটির অন্যান্য কর্মসূচী পালন করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি”। আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আলম মামৃন।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস বাস্তবায়ন ও আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ।

একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলাম।

আলোচনা সভা শেষে দূর্যোগ প্রশমন কিভাবে করা যায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে