সাপাহারে ৩ চোর গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
সাপাহারে ৩ চোর গ্রেপ্তার

নয়ন বাবু, সাপাহার : নওগাঁর সাপাহারে গ্রামীণফোন অফিসের নগত টাকা ও মালামাল চুরির ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের ৩ জন সক্রিয় চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাকপুর মির্দাবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত আগষ্ট মাসের ২৩ তারিখে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের পার্শ্বে মরহুম দুলাল চৌধুরী’র বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৬০ হাজার ৯০৪ টাকা ও ১০ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়।

জানা গেছে, ওই ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার (এএসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার-এর নেতৃত্বে সোমবার (১১ অক্টোবর) থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ভোর সোয়া ৫টায় টঙ্গী পশ্চিম থানা ও সকাল ৬টা ১০ মিনিটে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে সাপাহার থানায় নিয়ে আসে।

বুধবার (১৩ অক্টোবর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে। চোরাই মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও থানার ওসি তারেকুর রহমান সরকার জানান।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে