সিরাজগঞ্জ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ যমুনানদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘মা ইলিশ’ ধরা অপরাধে ৪ জেলের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সরকারের নির্দেশা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে- নদী, সমুদ্র ও উপকুলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী।

এ লক্ষ্যে- সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (১২ অক্টোবর -২০২১) সিরাজগঞ্জ সদর অংশে যমুনানদীতে-আনুমানিক ভোর ৫ টা হতে দুপুর ১ টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১ সফল করার নিমিত্তে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ জন জেলেকে ১৪ কেজি ইলিশ মাছ ও ৪৮,০০০ মিটার অবৈধ জালসহ আটক করা হয়।

সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ আনোয়ার পারভেজ মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৪ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটককৃত ইলিশ মাছ ও জাল যথাক্রমে এতিমখানায় বিতরণ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত অভিযানকালে সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ নৌ-পুলিশের অফিসার-ইন-চার্জ মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে