নগরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১; সময়: ৬:৩৩ অপরাহ্ণ |
নগরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নগরীতে মহড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক। শিক্ষক সিদ্দিক হোসেন ইশার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আমিনুল হক। বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সহকারি পরিচালক দিদারুল আলম।

অনুষ্ঠানে ভূমিকম্প, দুযোর্গ পরবর্তী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়। এতে অংশ নেন এফএসসিডি ইন্সপেক্টর রাশিদুল ইসলাম।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে