পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বিপুল মালাকার। বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

র‌্যালি শেষে আলোচনা এরপর অনুষ্ঠানে ভূমিকম্প, দুযোর্গ পরবর্তী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে