রাজশাহীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
রাজশাহীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ ভালো উৎপাদন ভাল পুষ্টি,আর ভালো উৎপাদনে এই উন্নত জীবন এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস ২০২১ উপলক্ষে “সামাজিক কল্যাণ সংস্থা” ও বারসিক উদ্দোগে আলোচনা ও মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর ) বিকাল ৪ টার সময় খাদ্য যোদ্ধা প্রবীণ কৃষকদের পেনশনের দাবিতে আলোচনা সভা ও মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন,আঞ্চলিক সমন্বয়কারী বারসিক বরেন্দ্র অঞ্চল এর মো. শহিদুল ইসলাম, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আবদুল আহাদ, সীমা খাতুন, শরিফুল ইসলাম চঞ্চল,ইকলাসুর রহমান রাতুল সহ প্রমুখ।

এ সময় ,আঞ্চলিক সমন্বয়কারী বারসিক বরেন্দ্র অঞ্চল এর মো. শহিদুল ইসলাম বলেন,খাদ্য যোদ্ধা ষাটোর্ধ কৃষকের পেনশনের দাবি জানান ও নিরাপদ খাদ্য উৎপাদনসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন যারা বাংলাদেশকে তাদের জন্য সেবাগুলো আরো সহজ করতে হবে ও তাদের জন্য পেনশন স্কিম চালু করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন সেই সাথে অতি দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে