সুখবর দিলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
সুখবর দিলেন মাহমুদউল্লাহ

পদ্মাটাইমস ডেস্ক : চোটের থাবায় বিশ্বকাপের আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। শঙ্কা ছিল চোট থেকে সেরে ওঠা নিয়েও। তবে প্রথম রাউন্ডে রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুখবরই দিলেন লাল-সবুজ কাণ্ডারি।

তিনি বলেন, ‘ইনজুরি থেকে অনেকটাই রিকভার করেছি। আগামী ম্যাচে (স্কটল্যান্ডের বিপক্ষে) আমি খেলব।’ এদিকে, প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা এবং পুচকে আয়ারল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর সাংবাদিকরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহর কাছে জানতে চান। তিনি বলেন, ‘স্কটল্যান্ডকে ছোট করে দেখছি না। আশা করি নিজেদের সেরাটা দিয়ে খেলব।’

কন্ডিশন নিয়ে টাইগার কাপ্তান বলেন, ‘কন্ডিশন প্রস্তুতি ম্যাচের মতোই। স্পোর্টিং উইকেট হবে হয়তো। তবে আমরা যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকব।‘

তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নেই। প্রতিটা দলকে সমানভাবে সম্মান করে দেখি। এছাড়া কাল দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানান। বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে দলে পেসার বেশি থাকবে। এছাড়া সৌম্য, লিটন, নাঈম এই তিনজনের দুইজন ওপেনিং করবে। আরও যোগ করেন, অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডে যেমন কম্বিনেশন ছিল তেমনই থাকবে।

এদিকে, ব্যাট হাতে ছন্দে নেই মুশফিক, লিটন, নাঈমরা। এ সম্পর্কে অধিনায়ক বলেন, দলের ব্যাটিং নিয়ে কনসার্ন না। সবাই আত্মবিশ্বাসী। দলের সবাই তাদের পাশে আছে। এছাড়া নাঈম সম্পর্কে তিনি বলেন, ‘পাওয়ার প্লে’তে দলের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে।’

বিশ্বকাপ নিয়ে লাল-সবুজ বাহিনীর স্বপ্নের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপাতত প্রথম রাউন্ড নিয়ে চিন্তা করছি। পরের রাউন্ডে গেলে পরেরগুলো চিন্তা করব। কিছু বাধা টপকাতে চাই। যত সম্ভব ম্যাচ জিততে চাই।’

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড তাদের দুই ম্যাচের দুটিতেই জিতেছে। প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে বাংলাদেশ তাদের দুই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে। তবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটিং লাইনআপ এবং বোলিং বিভাগের কারণে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন স্কটিশ কোচ।

ম্যাচের আগে স্কটল্যান্ডের কোচ শেন বার্গার বলেছেন, ‘পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে বাংলাদেশকে আমরা বড় করে দেখছি না। আমরা জানি, প্রতিটা দলই আমাদের হারাতে চাইবে। তবে আমাদের বিপক্ষেই বাকিদের সবচেয়ে বড় ম্যাচটা খেলতে হবে। আমরা প্রস্তুত এবং তৈরি আছি।’

এছাড়াও মাঠে নামার আগে বাংলাদেশকে হুঙ্কার দিয়ে রাখল বার্গার। বার্গার বলেন, ‘আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউগিনি।‘

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে