বিশ্ব খাদ্য দিবসে সুজানগরে আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
বিশ্ব খাদ্য দিবসে সুজানগরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজানগরে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি পালন উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সভায় ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন-বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। সরকার এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী কৃষি বিভাগের সাফল্য তুলে ধরেন ও ভবিষ্যত বাংলাদেশের জন্য শস্যের নিবিড়তা বাড়াতে উপস্থিত কৃষকদের উৎসাহিত করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে