সুজানগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ১০:০৯ অপরাহ্ণ |
সুজানগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজানগরে (১১ অক্টোবর-১০ নভেম্বর) জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুজানগরে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ইঁদুর নিধন অভিযানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রতিবছর কৃষকের ফসল ইঁদুর ক্ষেতে বসেই খেয়ে শেষ করে দিচ্ছে, পরিশ্রমের ফসল কৃষক ঘরে তুলতে পারছেনা, এই শত্রুকে বংশ বিস্তার রোধ সহ নিধন করতে কৃষকদের নিজেদের দেশীয় কৌশল কাজে লাগাতে হবে।

আর উৎপাদিত ফসল শুধু নয়,আমাদের পারিবারিক সম্পদেরও ক্ষতি করেছে এই ইঁদুর। প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে