পদ্মাপাড়ের বসছে পুলিশ ক্যাম্প, পরিদর্শনে রাসিক মেয়র

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১; সময়: ১০:২৩ অপরাহ্ণ |
পদ্মাপাড়ের বসছে পুলিশ ক্যাম্প, পরিদর্শনে রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের লালনশাহ মুক্তমঞ্চ থেকে হযরত শাহ মখদুম (রহ.) মাজার শরীফের সামনে হয়ে পদ্মাগার্ডেন পর্যন্ত এলাকার পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প বসানো হবে। এ লক্ষ্যে শনিবার সন্ধ্যায় পদ্মাপাড় পরিদর্শন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পরিদর্শনকালে ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান, আরএমপির উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর নগর ভবনে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এর মধ্যকার বৈঠকে পদ্মাপাড়ে পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাঁচজন পুলিশ সদস্য নিয়ে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে। পরবর্তীতে সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানা গেছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে