কুমিল্লার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১; সময়: ৩:১৬ অপরাহ্ণ |
কুমিল্লার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত : স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আজ রোববার সকালে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে কোনো পক্ষের ইন্ধন রয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

কুমিল্লার ঘটনাটি কারা ঘটিয়েছে, এর উদ্দেশ্য কী— সে বিষয়ে গোয়েন্দারা গুরুত্বের সঙ্গে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত যে, এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে