বাগমারা সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ানদের ৫ দফা দাবীতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
বাগমারা সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ানদের ৫ দফা দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহীর বাগমারায় ৫ দফা দাবীতে বাংলাদেশ সেল ফোন টেকনিশিয়ান এসোসিয়েশন বাগমারা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় বাগমারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন বিসিপিআরটিএ’র বাগমারা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেলফোন টেকনিশিয়ান এসোসিয়েশন বাগমারা শাখার সহ-সভাপতি কাজী রাসেল, অর্থ সচিব মিলন হোসেন, দপ্তর সম্পাদক রিপন হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ সদস্য শাহিন আলম, শাহিনুর ইসলাম, মামুন, শহিদুল ইসলাম, মিঠুন, সুমন আলী ও হান্নান আলী।

এ সময় বক্তারা ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী গুলোর মধ্যে বাংলাদেশ থেকে মোবাইল পেশার দ্বারা সংগঠিত অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে যে কোন সহযোগিতা প্রদান করা এবং এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সেই সাথে গ্রাহক সেবার মান সুনিশ্চিত করা, বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত পেশা হিসাবে ঘোষনা প্রদান, অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে নতুন কঠিন আইন বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি প্রদান ও সকল সদস্যদের জন্য ক্ষুদ্র ঋনের ব্যবস্থা করা।

মানববন্ধন শেষে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব চত্তরে কেক কাটা হয়। পরে বিসিপিআরটিএ’র পক্ষ থেকে র‌্যালি করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে