তানোরের ৭ ইউনিয়নে প্রার্থী ৩৫৫

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
তানোরের ৭ ইউনিয়নে প্রার্থী ৩৫৫

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী আসনে ৬৯ জন এবং সদস্য পদে ২৫২ জন।

রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সাত ইউপি নির্বাচনে অংশ গ্রহন কারীরা স্বস্ব নেতা কর্মি সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তানোর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ৭ টি ইউপিতে মোট প্রার্থী হয়েছে ন ৩৫৫জন। এর মধ্যে কলমা ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ৩টি নারী আসেন ১৪ জন এবং ৯টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪৩।

বাধাইড় ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসেন ৮ জন এবং ৯টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩৭ জন। পাঁচন্দর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ৩টি নারী আসেন ৯জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪৩ জন ।

সরনজাই ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ৩ টি নারী আসেন ১০ জন এবং ৯ টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ২৩ জন। কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ৩টি নারী আসেন ১১ জন এবং ৯টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩৫ জন।

চান্দুড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ৩টি নারী আসেন ৯ জন এবং ৯টি ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩৬ জন।

আগামী ২১ অক্টোবর প্রার্থীদের প্রার্থীতা বাছাই করে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে