বিষাক্ত সাপের কামড়ে বাঘার পদ্মার চরে জেলের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১; সময়: ৬:২৩ অপরাহ্ণ |
বিষাক্ত সাপের কামড়ে বাঘার পদ্মার চরে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় পদ্মার চরে সুবহান উদ্দিন শেখ (৩৫) নামের এক জেলে সর্প দংশনে মারা গেছে। রোববার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গত বৃহসপতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাসেল ভাইপার নামীয় সাপের কামড়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে মারা যান সুবহান উদ্দিন শেখ । সে পদ্মার চর এলাকার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের তৌফিল উদ্দিন শেখের ছেলে।

জানীয়রা জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কালিদাসখালী এলাকার পদ্মা নদীতে ছ্যাকনা জাল দিয়ে মাছ ধরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে পদ্মার পাড়ে বিষধর রাসেল ভাইপার তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সুবহান উদ্দিন শেখের স্ত্রী রুশি বেগম জানান, বাড়িতে ফিরে রাতে একসাথে খাবার কথা বলে জাল নিয়ে মাছ ধরতে যান। সংসার চালানোর দায়ে নদীতে মাছ ধরতো। বেশিরভাগ সময় সেই মাছ বিক্রির টাকা দিয়ে তাদের ৫ সদস্যর সংসার চলতো। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে রাশিদুল চতুর্থ শ্রেণীতে ও মেঝ ছেলে সাইফুল দ্বিতীয় শ্রেণীতে পড়া লেখা করে।

উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম জানান,যাদ নিবন্ধীত জেলে হয়ে,তাহলে সরকারের নিয়মবিধী অনুযায়ী তার পরিবার সহায়তা পাবে। চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বলেন, সাপটি ধরার পর রাসেল ভাইপার বলে চিহিৃত করেন স্থানীয়রা।

তাদের ধারনা, এবছরের বন্যার পানিতে ভারত থেকে ভেসে এসে পদ্মার পাড়ে বাসা বেঁধেছে বিষাক্ত রাসেল ভাইপার। এ নিয়ে বর্তমানে চরের মানুষ আতঙ্কে রয়েছে। নদী ভাঙন কবলিত এলাকার মানুষ হিসেবে সুবহান উদ্দিন শেখ মাছ ধরে জীবিকা নির্বাহ করতো বলে জানান চেয়ারম্যান ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে