সাম্প্রদায়িক হামলার ঘটনায় রাবিতে প্রতিবাদ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
সাম্প্রদায়িক হামলার ঘটনায় রাবিতে প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : সনাতন ধর্মালম্বীদের বাড়ি-ঘর, মন্দির, পূজা মন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুরে পৃথকভাবে সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সনাতনী শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে মানিক রায়ের সঞ্চালনায় শারীরিক শিক্ষা বিভাগের সভাপতি ড. কমল কৃষ্ণ বিশ্বাস বলেন, সাম্প্রাদিক যে দাঙ্গা সেটা দেশের গভীর ষড়যন্ত্রের একটা অংশ। সরকার ইচ্ছে করলে অপরাধীদের আইনের আওতায় আনতে পারে। তিনি আরও বলেন, যদি কোন হিন্দু সম্প্রদায়ের লোক এর মধ্যে সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কঙ্গনা সরকার বলেন, আমরা ধর্মের মুল বিষয়টা না জেনেই নানান রকম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাচ্ছি এবং সেটার সম্মুখীন হয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছি। স্বাধীন দেশে ধর্ম নিরপেক্ষ ভাবে বাঁচার ও মিলে মিশে থাকার কথা ছিল কিন্তু তা আজ বিনষ্ট হয়েছে। কুমিল্লা একটা ঘটনাকে কেন্দ্র করে কেন সারাদেশের বিভিন্ন স্থানে দাঙ্গা চলছে তার সুষ্ঠ বিচার চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, মাইক্রোবাইলোজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্তসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী। পরে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে