নিয়ামতপুরে রিক সংস্থার শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১; সময়: ৭:৪৪ অপরাহ্ণ |
নিয়ামতপুরে রিক সংস্থার শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর, সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার ১৮ অক্টোবর বেলা ১১টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া কার্যালয় ও শাখা কার্যালয়ের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই দিবসটি উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক নিয়ামতপুর এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর সরকারী কলেজের মসজিদের ইমাম হাফেজ সুলতানুর আরিফিন, পল্লী বিদ্যুতের মসজিদের ইমাম মুসফিকুর রহমান, রেজওয়ানুল হক, শাখা হিসাবরক্ষক মাসুদুর রহমান, ক্রেডিট অফিসার আবু সায়েম, সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান, সামিউর রহমান, আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে