গভীর রাতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১; সময়: ১:০২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
গভীর রাতে গৃহবধূর আত্মহত্যা

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় গভীর রাতে লিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর স্বামী মো. সোহেল জানান, আমরা সানারপাড় এলাকার কামাল ভিলায় থাকি। রাতে খাওয়া-দাওয়া শেষে শুয়ে পড়ি। রাত সাড়ে ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি সে মোবাইল ফোনে কথা বলছে। আমি কিছু না বলে ওয়াশ রুমে যাই। ফিরে এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেছি কিন্তু দরজা খোলে না।

পরে পাশে থাকা আমার ভাইকে ডেকে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু বাঁচাতে পারলাম না। তিনি আরও বলেন, আমার সঙ্গে ঝগড়া-বিবাদ কিছুই হয়নি। এত রাতে সে কার সঙ্গে কথা বলছিল, কেন আত্মহত্যা করল আমি জানি না।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ডেমরা এলাকা থেকে গভীর রাতে এক গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পর ডাক্তার জানায়, সে মারা গেছে।

তার স্বামী জানায়, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি আমরা ডেমরা থানাকে জানিয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে