সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে হিন্দুদের বাড়ি, মন্দির ও মণ্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরসহ সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি।

সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও, ৭২-এর সংবিধান ফিরিয়ে দাও’ স্লোগান দিয়ে মঙ্গলবার বিকালে তারা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। তিনি বলেন, দেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট করতে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের ধিক্কার ও নিন্দা জানাই। যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মহানগর সদস্য সীতানাথ বণিক, আব্দুল খালেক বকুল, জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, চন্দ্রিমা থানার সভাপতি শাহীদ হোসেন শিশির, মতিহার থানার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে