তানোরে ১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
তানোরে ১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। (১৯ অক্টোবর) মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সরনজাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য আইনে ৪ নামধারী ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার শ্রী রামপুর গ্রামের শুকুর আলীর পুত্র হানিফ (৩৮) ও তার ভাই রাজিব (২৫)। এছাড়াও হুজরাপুর কাকঁনহাট গ্রামের এরফান আলীর পুত্র খাইরুল ইসলাম (২৮) এবং একই গ্রামের এনতাজুলের পুত্র মিরাজ আলী (২৬)।

মামলার বিবরণ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মানিক, এসআই আমিরুল ও এএসআই হেলাল আহম্মেদ সংগীয় ফোর্সসহ সরনজাই এলাকায় অভিযান চালায়। এসময় দুপুর সাড়ে ১২টার দিকে সরনজাই মন্ডলপাড়া গ্রামের রাস্তার উপরে গ্রেপ্তাকৃতরা গাঁজা নিয়ে অপেক্ষা করছিলেন। এসময় তাদের ব্যাগ তল্লাসী করে ১ কেজি গাঁজা, নগদ ৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে তানোর থানার অফিসার (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা গোদাগাড়ী থেকে তানোরে গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসে ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে