রাজশাহীতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, বরেন্দ্র চলচ্চিত্র সংসদ এবং খেলাঘর আসর।

‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ এই স্লোগানকে সামনে রেখে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এ সময় গানে গানে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় খেলাঘর আসরের শিশু শিল্পীরা। এদিকে একই সময়ে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করে বাম গণতান্ত্রিক জোট।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলার দায় সরকারকেই নিতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে