পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩০ অক্টোবর

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩০ অক্টোবর। এবারে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএম আয়নাল হক। বাকি সাতটি পদে লড়বেন ২২ জন প্রার্থী।

এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. সাদিকুজ্জামান কাজল ও মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. লুৎফার রহমান তারেক ও মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলমগীর হোসেন ও মুক্তাদুল ইসলাম মুকিত, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরিফুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন ও আসাদুজ্জামান সবুজ, আইন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনারুল ইসলাম আবু ও মেহেদী হাসান, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশরাফুল আলম খান ও আনোয়ার হোসেন, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু জাফর, এজার আলী, মাজদার রহমান, আলফাজ হোসেন, শাহিন আলম, মতিনূর রহমান হাবিব, শফিকুল ইসলাম ও ফিরোজ কবির।

নির্বাচনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার কাউছার আলী, সহকারী নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. আল মামুন ও মো. শামসুদ্দিন। তারা জানান, সকলের সহযোগীতায় এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে