মোহনপুরে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৮:০৯ অপরাহ্ণ |
মোহনপুরে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজশাহীর মোহনপুর উপজেলা বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্য দ্রব্যে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে বৃহষ্পতিবার বেলা ১২ টায় এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মাসুম আলী এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, স্যানেটারী ইন্সপেষ্টর আসা-দুল ইসলাম।

সহকারী পরিচালক মাসুদ আলী জানান মোহনপুর বাজার সদরে নাজমুল হোটেল এন্ড সুইটস প্রোঃ জাহিদুল ইসলাম কে ৩ হাজার, মা ফার্মেসী মোঃ শরিফুল ইসলামকে ৩ হাজার , কুটুম বাড়ী মিষ্টান্ন ভান্ডার গোলাম মোস্তফাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকি কাজে মোহনপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে