নাটোরে জেলা প্রশাসন ও পুজা উদযাপন পরিষদের সম্প্রীতি সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৮:১৭ অপরাহ্ণ |
নাটোরে জেলা প্রশাসন ও পুজা উদযাপন পরিষদের সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ ও বসতবাড়ীতে লুটপাটের প্রতিবাদে নাটোরে সম্প্রীতি সমাবেশ, র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্বাধীনতা চত্বর ও নাটোর প্রেস ক্লাবের সামনে পৃথকভাবে এই বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পুজা উদযাপন পরিষদ পৃথকভাবে এই কর্মসুচী পালন করে।

জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডেটেরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা,জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফারুক আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা সহ অন্যান্যরা।

এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি, ছাত্র শিক্ষকসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে জেলা পুজা উদযাপন পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পৌর মেয়য় ও পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, আইনজীবী প্রসাদ কুমার তালুকদার, খদেন্দ্রনাথ রায় প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হয়েছে তা রাষ্ট্র বিরোধী। এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন। মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে পূজা উদযাপন পরিষদের আয়োজনের জেলার ১২টি সংগঠন অংশগ্রহন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে