শিবগঞ্জে নৌকার বিদ্রোহী যখন নৌকার মাঝি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১; সময়: ৭:২৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে নৌকার বিদ্রোহী যখন নৌকার মাঝি

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : আসন্ন তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের জন্য নৌকার বিদ্রোহী প্রার্থীর নির্বাচনীর কমিটির আহ্বায়ক এবার ইউপি নির্বাচনে হয়েছেন নৌকার মাঝি।

যা স্থানীয় ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে। এ নিয়ে গত ২০ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা কাজিমুল হক কাজিম।

অভিযোগে জানা গেছে- ২০১৯ সালে দেশের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী মহসিন আলীর আনারস প্রতীকের পক্ষে ২০১৯ সালের ১০ মার্চ এ বিষয়ে সভা হয়েছিল মির্জা শাহাদাৎ হোসেন খুররম বাস ভবনে। ওই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মনাকষা ইউপির বর্তমান চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম।

আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন। অভিযোগে উল্লেখ্য করা হয়েছে- উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে মির্জা শাহাদাৎ হোসেন খুররম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার চেষ্টা করেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নির্বাচন পরিচালনার কমিটির আহ্বায়ক থাকায় তাকে সভাপতি করা হয়নি।

অথচ কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক নেতৃবৃন্দ বার বার মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির বর্তমান সভাপতি আব্দুস সোবহান মধু ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেরফানের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে মির্জা শাহাদাৎ হোসেন খুররমের নাম ১ নম্বর তালিকাভুক্ত করে আওয়ামী লীগের মনোনয়ন কমিটির কাছে জমা দেন।

এ বিষয়ে মনাকষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেরফান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কোনো বিদ্রোহী প্রার্থীর পক্ষে ছিলেন না। তিনি বর্তমানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করেই মির্জা শাহাদাৎ হোসেন খুররমের নাম তালিকায় ১ নম্বর করে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে