রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১; সময়: ৬:১৭ অপরাহ্ণ |
রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫ টায় রাজশাহীর নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা ও মহানগর একাত্তরের ঘাতক দালান নিমূল কমিটির আয়োজনে এ সময় ঘন্টা ব্যাপী বক্তব্য দেয় আয়োজকরা। বক্তরা , হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানসে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই প্রাণ দিয়েছে, আবার কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন।

এ সময় রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে