করোনায় পুরুষের তুলনায় নারীর মৃত্যু দ্বিগুণ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
করোনায় পুরুষের তুলনায় নারীর মৃত্যু দ্বিগুণ

পদ্মাটাইমস ডেস্ক : সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় দ্বিগুণ। এই ২৪ ঘণ্টায় ৬ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ৩ জন।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে। বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১০ হাজার ৬ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮১৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৩৮৬ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।

এর আগে শনিবার (২৩ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যান ৯ জন। করোনা শনাক্ত হয় ২৭৮ জনের দেহে। এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ৯১৫ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জন।

এর আগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭৩২ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৫৭ হাজার ৫০৯ জন। এখন পর্যন্ত করোনায় সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ৪১ লাখ ৯ হাজার ৩২৯ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৫৯ হাজার ৩৭৩ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৬৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২২০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ২০৫ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে