উল্লাপাড়ায় প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১; সময়: ৮:১৫ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়ায় চেয়ারম্যান প্রার্থীকে মারপিট ও নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে। শনিবার রাতে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়ে ২০-৩০ জন সমর্থক নিয়ে নিজেই অপর চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা সুখনকে মারপিট ও তার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। এ সময় সুখনের অফিসের আসবাবপত্র লুটপাট করে নেয় চেয়ারম্যান হেলালের সমথর্করা।

চেয়ারম্যান প্রার্থী সুখন অভিযোগ করে জানান, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনসাধারণের মাঝে দীর্ঘ দিন ধরে নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছি। শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে সন্ধ্যায় সমর্থকদের নিয়ে তার কয়ড়া বাজারের নির্বাচনী অফিসে অবস্থান করছিলেন। এমন সময় কয়ড়া ইউনিয়নের নৌকা মার্কা প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন ও তার ২০-৩০ জন সমর্থক সুখনের উপর হামলা চালিয়ে তার অফিস ভাংচুর ও লুটপাট করে।

তাদের অর্তকিত হামলায় সুখন ও তার সমর্থকেরা ভয়ে আতংকিত হয়ে ছোটাছুটি করে পালিয়ে যায়। কিছু সময় পর সুখন উল্লাপাড়ার বাসায় ফেরার চেষ্টা করলে পথিমধ্যে আ’লীগ দলীয় প্রার্থী হেলালের সমর্থকেরা তার গতিরোধ করে ব্যাপক মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করে। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সুখন।
আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হেলাল জানান, মনোনয়ন পেয়ে তার নেতা-কর্মীরা নৌকার আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলটি তার অফিসের সামনে গেলে সে মোটর সাইকেল রেখেই ভয়ে পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, উপজেলার কয়ড়ায় চেয়ারম্যান প্রার্থী সুখনকে মারপিট ও অফিস ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে