জয়পুরহাটে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের দুই দফা দাবি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
জয়পুরহাটে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের দুই দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (২৪ অক্টোবর) বিকেল ৩ টায় জয়পুরহাট সরকারি কলেজের (জসক) বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন জসক শাখার সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক মোত্তালিব পাপ্পু, সদস্য বাদল হোসেন, সাগর ইসলাম, সোহাগ হোসেন, সুবল চন্দ্র, জাহিদ হাসান, রাবেয়া খাতুন, সেলিনা আক্তার, আমজাদ হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে তারা দুই দফা দাবী তুলে ধরেন। দাবীগুলো হলো- সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং চাকরি নিয়মিত করার পূর্বে সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে