পূজামণ্ডপ-ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ রাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১; সময়: ১২:৫৬ অপরাহ্ণ |
পূজামণ্ডপ-ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ-ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারসহ উপ-উপাচার্য, প্রক্টর, নাট্যাকার মলক কুমার ভৌমিক, প্রফেসর শাহ আযম শান্তুনুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে পূজামণ্ডপে যে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে তার দ্রুত বিচার করতে হবে। একইসাথে সারাদেশে সাম্প্রদায়িকতার যে চাষ হচ্ছে তা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানসে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে।

সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে চাইলে তা অঙ্কুরেই বিনষ্ট করা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সারাদেশের সব বিশ্ববিদ্যালয়কেই মননে-মগজে যে সাম্প্রদায়িকতার চাষ হচ্ছে তা নির্মূলে এগিয়ে আসতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে