বনপাড়ায় মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
বনপাড়ায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার রিক্সা-ভ্যান, ব্যাটারী চালিত অটো-থ্রি-হুইলার, চালক-মালিক, মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও সুধীজনদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেয়রের উদ্যোগে বনপাড়া পৌর পরিষদ এর আয়োজন করে।

পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় আয়োজিত সভায় মহাসড়কে ব্যাটারী চালিত ভ্যান চলাচলে সরকারী বিধি-নিষেধ, পৌর এলাকায় নিদিষ্টি যাত্রী ভাড়া এবং সড়কে নিয়ম শৃঙ্খলা মেনে চলাচল বিষয়ে নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।

এ সময় বক্তৃতা করেন পৌর কাউন্সিলর বোরহান উদ্দিন, আতাউর রহমান মৃধা, শরিফুন্নেসা শিরিন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী সোনার, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান, ভ্যান চালক আকমল হোসেন, সোহরাব আলী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে