গুরুদাসপুরে শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১; সময়: ৭:৪৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে প্রায় শতাধিক বক পাখি শিকারীদের কাছ থেকে উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৫অক্টোবর) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ও ব্রামনবাড়িয়া মাঠে পাখি শিকার করা ফাঁদ থেকে ২০টি শিকারী বকসহ শতাধিক পাখি উদ্ধার করেন সাংবাদিক নাজমুল হাসান। এসময় শিকারীরা পালিয়ে যায়।

পরে গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক মো.শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা আ-লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল বারী, আ-লীগ নেতা এমদাদুল হক মোল্লা ও সাংবাদিক নাজমুল হাসানসহ আরো অনেকের উপস্থিতে উদ্ধার করা পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন।

সাংবাদিক নাজমুল হাসান বলেন, গুরুদাসপুর উপজেলা জুড়েই চলছে পাখি শিকারের মহাউৎসব। প্রতিটি মাঠে অবাধে পাখি শিকার করা হচ্ছে। তবে প্রশাসনের কোন ভূমিকা এখন পর্যন্ত চোখে পড়েনি। শিকার করা পাখিগুলো স্থানীয় বাজারসহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। সোমবার সকালে খুবজীপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে পাখিগুলো উদ্ধার করা হয় এবং পাখি শিকারের ফাঁদ ধ্বংস করা হয়েছে। শিকারীরা পালিয়ে যাওয়ার কারণে তাদের ধরা সম্ভব হয়নি। খুব দ্রুত প্রশাসনের অভিযান চালিয়ে পাখি শিকার বন্ধ করার আহবান জানান।

গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা, জানান, পাখি শিকার দন্ডনীয় অপরাধ। তারপরও যে সকল অসাধু ব্যক্তি পাখি শিকার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও পৌর শহরের বিভিন্ন মাঠে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে