বদলগাছীতে ইভিএম পদ্ধতি বাতিল চেয়ে চেয়ারম্যান প্রার্থীর আবেদন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১; সময়: ৮:২৫ অপরাহ্ণ |
বদলগাছীতে ইভিএম পদ্ধতি বাতিল চেয়ে চেয়ারম্যান প্রার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়নে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতি বাতিল করে ব্যালটের মাধ্যমে ইউপি নির্বাচনের দাবীতে নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন এক চেয়ারম্যান পদপ্রার্থী রোববার (২৪ অক্টোবর)।

আবেদনের অনুলিপি প্রদান করেছেন, নির্বাচন কমিশনার সচিব ঢাকা, নির্বাচন কমিশনার নওগাঁ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসারের কাছে। আবেদনটি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগম।

আবেদনপত্র সূত্রে জানা যায়, আগামী ২৮ শে নভেম্বর সারাদেশে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাহাড়পুর ইউনিয়নের অধিকাংশ জনসাধারন স্বল্প শিক্ষিত। ‘ইভিএম’ পদ্ধতি সম্পর্কে জনগণ অবগত নন। এলাকার জনসাধারন আশংকা প্রকাশ করছে- ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলে যে প্রতীকেই ভোট দেয়া হোক না কেন তা নৌকা প্রতীকে চলে যাবে। এ বিষয়ে জনগণকে বার বার বলা স্বত্ত্বেও জনসাধারণের মাঝে ইভিএম সম্পর্কে কিছুতেই ধারণা আনা সম্ভব হচ্ছে না।

জনসাধারন বলছে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষনা অনুযায়ী ইউপি নির্বাচনে প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। কিন্তু বদলগাছী উপজেলার দুই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার ঘোষনা রয়েছে। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দলীয়ভাবে যোগাযোগ করে ইভিএম পদ্ধতি নিয়ে এসেছে। এতে জনগণের মধ্যে আরও ভয়ভীতি পরিলক্ষিত হচ্ছে। এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নতুন ও অজানা ইভিএম ভোট পদ্ধতির পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন করা হলে ভোট কেন্দ্রে বিপুল জনসাধারনের সমাগম হবে।

স্বতন্ত্র পদে চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগম বলেন, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছেন- যে যেখানেই ভোট দিক না কেন তা দেখা যাবে এবং সব ভোট নৌকার প্রতীকে চলে যাবে। তিনি জনসাধারনের মাঝে ইভিএম সম্পর্কে আতংক সৃষ্টি করেছেন। এতে জনগণের মধ্যে আরও ভয়ভীতি পরিলক্ষিত হচ্ছে। আমি এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ইভিএমে ভোট গ্রহণ নিয়ে আশংকা বোধ করছি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনারের ঘোষনা অনুযায়ী প্রতিটি উপজেলায় সদর ইউনিয়নে ইভিএম ভোট হওয়ার কথা। কিন্তু এ উপজেলায় দুটি ইউনিয়নে ইভিএমে ভোট হওয়ার কথা শুনছি। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী পরাজিত হওয়ার আশংঙ্কায় যোগসাজস করে সদর ইউনিয়নের সাথে পাহাড়পুর ইউনিয়নে ইভিএম দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করছেন। অতএব ইভিএম ভোট পদ্ধতির পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি। ব্যালটের মাধ্যমে ভোটার ভোট প্রদান করতে স্বাচ্ছন্দবোধ করবে।

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনিত পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান কিশোর বলেন, এটা কিভাবে সম্ভব আমি যোগসাজস করে ইভিএম নিয়ে আসবো। নির্বাচন কমিশনার যা ভাল মনে করেছেন তাই করবেন। এখানে আমার কোন হাত নাই। যদি ইভিএম এর মাধ্যমে ভোট নাও হয় সেখানেও আমার কোন আপত্তি নাই। কারণ আমি জনগণের ভোট করি। এছাড়াও ওই প্রার্থী তার আবেদন পত্রে অনেক আজেবাজে কিছু লিখেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসার মোহাঃ সেজারুদ্দিন আবেদনের কথা স্বীকার করে বলেন, নির্বাচন কমিশন যে ভাবে চাইবে সেই ভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। যেহেতু নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নিবে।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়নে ইভিএম ভোট হবে এমন কোন কথা নাই। নির্বাচনী তফসিলের আগেই ঘোষণা করা হয়। তবে বদলগাছী উপজেলার দু’টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

বদলগাছীর পাহাড়পুর ইউনিয়নের আরে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এই আবেদনের বিষয়ে বলেন, ইভিএম এ ভোট গ্রহন নিয়ে আমরাও দ্বিধাদন্দের মধ্যে রয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে