ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে আটকা ২১৪ কোটি টাকা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১; সময়: ১০:২৯ পূর্বাহ্ণ |
ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে আটকা ২১৪ কোটি টাকা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে ক্রেতাদের আটকে থাকা ২১৪ কোটি টাকা আগামী তিন মাসে ফেরত দেওয়া হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক কাজ করবে।

সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের বৈঠকে নিবন্ধনের জন্য ইউনিক আইডি, সেন্ট্রাল লগ ইন ট্রাকিং সিস্টেম ও কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু এবং ১ জুলাই থেকে এ পর্যন্ত আটকে পড়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ক সফটওয়্যার তৈরির বিষয়ে আইসিটি বিভাগ তথ্য জানাবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ই-কমার্স খাতের জন্য নতুন আইন, কর্তৃপক্ষ প্রয়োজন নেই। প্রচলিত আইনের মাধ্যমে এ খাত পরিচালনা করা যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে