গুরুদাসপুরে ভর্তুকিমূল্যে দু’টি কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ভর্তুকিমূল্যে দু’টি কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে চলতি অর্থবছরে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভর্তুকিমুল্যে দুজন কৃষককে দু’টি কম্বাইন্ড হারভেস্টার (আধুনিক কৃষিযন্ত্র) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬অক্টোবর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে ওই যন্ত্রের চাবি হস্তান্তর করেন নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

কৃষিযন্ত্র দুটির চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নাটোর জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো.আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, কৃষি কর্মকর্তা হারুন নর রশীদ প্রমুখ।

কৃষকদের হাতে কৃষিযন্ত্রের চাবি হস্তান্তর করে সাংসদ আব্দুল কুদ্দুস জানান-সরকার কৃষি ও কৃষকদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে অভুতপুর্ব সাফল্য অর্জিত হয়ে। কৃষকরা ফসলের ন্যায্য দাম যেমন পাচ্ছেন তেমনি ডিজেল, বিদ্যুৎ, সারসহ কৃষিযন্ত্রে ভর্তুকি দিয়ে তাদের সহযোগীতা করছেন। এখন সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়না। এটাই সরকারের সাফল্য।

গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান জানান, বিতরনকৃত এ কৃষিযন্ত্রের সাহায্যে কৃষক দ্রুততম সময়ে তাদের উৎপাদিত ধান ও গম কর্তন, মাড়াই,ঝাড়াইসহ বস্তাবন্দি করতে পারবেন। শ্রমিক সংকট ও আপদকালীন সময়ে কৃষক সল্পখরচে ঝামেলামুক্তভাবে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবেন। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে উপজেলার আরও ৮জন কৃষক এ সহায়তা পাবেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,জাপানে তৈরী কবুতা প্রো ৫৮৮ আইজি ও একই দেশের মেটাল ৪ এলজেড ৪.০ই মডেলের যন্ত্র দু’টির বাজারমূল্য ৫৬ লাখ টাকা হলেও ৫০ শতাংশ সরকারী ভর্তুকিতে কৃষক ধারাবারিষা গ্রামের শফিকুল ইসলাম ও পিপলা গ্রামের আবু হানিফ তা পেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে