চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনে বিভিন্ন অনিয়মের পাশাপাশি ইভিএম-এ ভোট গ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ হারুনুর রশিদ হারুন এমপি।
মঙ্গলবার দুপুরে তাঁর বাসভবনে আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তুলেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, আ.লীগের নৌকার প্রার্থী বিভিন্নস্থানে উচ্চস্বরে এবং নির্ধারিত এসময়ের বাইরে মাইক বাজিয়ে নির্বাচন আচরণবিধি লংঘন করছেন। এসময় ইভিএম এ ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ রয়েছে ইভিএমে ভোট প্রদান করলে একজনকে ভোট দিলে অন্য যায়গায় ভোট চলে যায়, এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। কিন্তু ইভিএম বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ভোটারদের সচেতনতা সৃষ্টিতে কোন পদক্ষেপ না নিয়ে ৩১ অক্টোবর ইভিএম এ ভোটদান প্রসঙ্গে প্রশিক্ষনের আয়োজন করেছে। কিন্তু দেড় লাখ অধ্যুষিত ভোটারের জন্য এই সময় যথেষ্ট নয় বলেও তিনি দাবি করেছেন। তিনি আরও বলেন, জেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে এসব বিষয়ে অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ বিএনপি’র বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে