যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকাদানের অনুমতি শিগগিরই

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১; সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমতি মিলতে পারে শিগগিরই। মঙ্গলবার (২৬ অক্টোবর) এক ভোটাভুটিতে শিশুদের ভ্যাকসিন দেয়ার পক্ষে রায় দিয়েছে সরকারের বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা। বিশেষজ্ঞদের মতকে সমর্থন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এফডিএ।

সংশ্লিষ্টরা বলছেন, কয়েক সপ্তাহের মধ্যেই আসতে পারে চূড়ান্ত অনুমোদন। কর্মসূচি শুরুর আগে এফডিএ’র পাশাপাশি মার্কিন রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-সিডিসি’র অনুমতিও দরকার হবে। গত সেপ্টেম্বরে শিশুদের টিকার ট্রায়ালের ফলাফল প্রকাশ করে ফাইজার বায়োএনটেক। জানায়, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে তাদের ভ্যাকসিন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এরইমধ্যে ১২ বছরের বেশি বয়সীদের ওপর প্রয়োগ হচ্ছে টিকাটি। কিছুদিনের মধ্যেই ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর টিকার ট্রায়ালের ফলাফল প্রকাশ করবে মার্কিন প্রতিষ্ঠান মডার্নাও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে