রাজশাহীর ব্যাংকার্স ক্লাবের সভাপতি শাহীন, সম্পাদক মান্নান

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
রাজশাহীর ব্যাংকার্স ক্লাবের সভাপতি শাহীন, সম্পাদক মান্নান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সভাপতি শাহিন-উল-ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নানকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী ব্যাংকার্স ক্লাবের ১২তম বার্ষিক সাধারণ সভায় এ সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ক্লাবের সভাপতি শাহিন-উল-ইসলাম’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ব্যাংকার্স নিজস্ব ভবন নির্মাণ ও ব্যাংকের যাবতীয় বিষয়ে সহযোগিতা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।

এছাড়াও সংগঠনের ১১তম মেয়াদের অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। ক্লাবের সভাপতি শাহিন উল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন ব্যাংকার্স ক্লাবকে আন্তঃব্যাংক যোগাযোগের কেন্দ্র বিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেষ্ট থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার মহা ব্যবস্থাপক এমডি মাহাতাব উদ্দীন, ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার এবং ব্যাংকাস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, সোনালী ব্যাংকের এজিএম মো. তাহসিনুর রহমান, জনতা ব্যাংকের জিএম তাপশ কুমার মজুমদার, অগ্রণী ব্যাংকের জিএম এমডি শামীম উদ্দিন আহমেদ ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আর এম জনাব আলী হায়দার মর্তুজা সহ নগরীর সকল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভার ২য় পর্বে সর্বসম্মতিক্রমে রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সভাপতি শাহিন-উল-ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নানকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা-ই-কাদির ও মো. আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক শরিফুজ্জামান, প্রচার সম্পাদক রেজা, সাহিত্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান খান, তথ্য সম্পাদক দুলাল, দপ্তর জাহিদুল হাসান, মহিলা সম্পাদক সুরাইয়া বেগম, সহসম্পাদক মাসুদা খাতুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে