সুজানগর পৌরসভার উদ্যোগে চাল বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
সুজানগর পৌরসভার উদ্যোগে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে সুজানগর পৌরসভার উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলবৃন্দ,পৌরসভার প্রধান সহকারী মাসুদ রানা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম,কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ পৌরসভার একহাজার দুইশত জন অসহায় মানুষদের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে