একদিনে হাসপাতালে ১৭৩ জন আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১; সময়: ৭:২৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
একদিনে হাসপাতালে ১৭৩ জন আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ১৩৯ জন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৮৫১ জন। তাদের ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ভর্তি হওয়া ১৭৩ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৮ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৪ জন।

এছাড়া চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ২২৭ জন।

তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং চলতি মাসের ২৮শে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৩০ জন রোগী ভর্তি হন।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২৮৭ জন। মারা গেছেন ৮৯ জন। মারা যাওয়া ৮৯ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর ২৩ জন এবং চলতি মাসের ২৮শে অক্টোবর পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে