আইসিইউতে এ কে খন্দকার, দোয়া চাইলেন স্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১; সময়: ৬:৪১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
আইসিইউতে এ কে খন্দকার, দোয়া চাইলেন স্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধের উপ সেনাপতি ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার) বীরউত্তম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার জানান, উনার ফুসফুসে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে। উনি অনেক অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছেও দোয়া চাই।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হলে তার প্রধান হন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে প্রথমবারের মতো পরিকল্পনামন্ত্রী হন তিনি। পরে ২০০৮ সালে পাবনা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান। এছাড়া পেয়েছেন বীরউত্তম উপাধি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে