এনায়েতপুরে কমিউনিটিং পুলিশিং ডে পালন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
এনায়েতপুরে কমিউনিটিং পুলিশিং ডে পালন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবায় আর সম্প্রীতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এনায়েতপুর থানা চত্তরে এ অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেলের এএসপি সিদ্দিক আহম্মেদ।

এ সময় ওসি তদন্ত জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগার আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, রাশেদুল ইসলাম সিরাজ, হাজী সুলতান মাহমুদ, অধ্যক্ষ বজলুর রশিদ , প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মুল উদ্দেশ্য হলো সামাজিক অবক্ষয় দুর করা। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিয়ে, মাদক দুর করতে পুলিশের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে।

পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনন্য অবদান রাখায় জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদকে পুরস্কৃত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে