সান্তাহারে বিট পুলিশের সম্প্রীতি সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১; সময়: ৭:১০ অপরাহ্ণ |
সান্তাহারে বিট পুলিশের সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : মুজিব বর্ষের অঙ্গীকার” পুলিশ হবে জনতার ‌’বিট পুলিশিং বাড়ি বাড়ি’ নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহারে শনিবার ৩০ অক্টোবর বিকেলে বিট পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রীতি সমাবেশের বক্তব্যে সার্কেল এসপি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। কিন্তু কিছু অসাধু লোক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধার সৃষ্টি করছে। আমাদের সবারই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।

আদমদীঘির সান্তাহার পৌরসভার ৯ নং ওর্য়াড তারাপুর গ্রামে বিট পুলিশিং অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, বগুড়া জেলা আ.লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,৭ নং ওর্য়াড কমিশনার আলহাজ্ব আব্দুল কুদ্দুস, ৯ নং ওর্য়াড কমিশনার কামরুল ইসলাম, ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল, ৯ নং ওর্য়াড সাবেক কমিশনার মামিনুর রশিদ মামুন, যুবলীগ নেতা জাইদুর, সাজু, সাংবাদিক জিল্লুর রহমান প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে