সুজানগরে ২৫ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১; সময়: ৭:২২ অপরাহ্ণ |
সুজানগরে ২৫ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগরে ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌর শহরের ৪০ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মো.শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান রোজ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার দেলোয়ার হোসেন বাবু, টিকাদানকারী আরিফুল ইসলাম ও আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মো.শাকিল জানান,শনিবার(৩০ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৫ নভেম্বর) কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে দেশের অন্যান্য স্থানের মতো সুজানগর উপজেলায়ও সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে ১ ডোজ এ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল৫০০ মিগ্রা) ভরাপেটে সেবন করানো হবে। এছাড়া কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে