দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : দেশে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে, এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২১১ জন।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন করোনায় আটজনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৬৬ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ২২। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৫।

গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুই ও খুলনায় একজনের মৃত্যু হয়েছে। অন্য বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ২৭৬ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে