শিবগঞ্জে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ ফেইজ-২ এর যৌথ উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।

রোববার বিকেলে চককীর্তি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চককীর্তি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য হালিমা বেগম সভাপতি ও সমাজকর্মী সেনারুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়।

সোশ্যাল ওয়ার্কার আরফাতুন নেসার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস। স্থানীয় ইউনিয়ন সমাজকর্মী মরিয়ম খাতুন, শিক্ষক ও সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের নিয়ে দায়িত্ব, কর্তব্য, বাল্যবিবাহ, যৌতুক, অসহায় দুস্থ শিশুদের পুর্নবাসন, সুরক্ষা ও শিশু সহায়তায় ১০৯৮ সম্পর্কে বিস্তাতির আলোচনা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে