চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার হওয়া সেই রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহীর খালাস  

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১; সময়: ৮:২২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার হওয়া সেই রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহীর খালাস  
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : অভিযোগ প্রমানিত না হওয়ায় মাদককান্ডে অভিযুক্ত সেই রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান খালাস পেলেন।
৩১ অক্টোবর বিকেলে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত তাকে খালাশ প্রদান করেন। তবে তার সাথে থাকা ওয়াহিদুজ্জামান লাজুক কে একই আদালত ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
পাবলিক প্রসিকিউটার নাজমুল আজম জানান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান ও তার সহযোগী ওয়াহিদুজ্জামান লাজুকের বিরুদ্ধে মাদক আইনে  চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একটি মামলা দায়ের করে।
মামলা টি দীর্ঘ শুনানী শেষে রবিবার বিকেলে আসামীদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী মামলার প্রধান আসামী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান কে বেকসুর খালাস এবং তার সহযোগী ওয়াহিদুজ্জামান লাজুককে মাদক বহনের অভিযোগে ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট আব্দুস সামাদ। মাদকসহ গ্রেপ্তার প্রধান আসামী কিভাবে জামিন পেলেন এমন প্রশ্নের জবাবে আসামী পক্ষের আইনজীবি আ. সামাদ জানান, সরকার পক্ষ ৪১ ধারায় আসামীর বিরুদ্ধে যে চার্জ এনেছে তা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় অর্থাৎ মাদক পরিবহনে সহযোগীতা করার বিষয়টি প্রমানে ব্যর্থ হওয়ায় তার মক্কেল ও প্রধান আসামী বেকসুর খালাস পেয়েছেন।
তিনি আরও বলেন, তার মক্কেলের সাথে থাকা অপর আসামী মাদক পরিবহন করায় তার বিরুদ্ধে আদালত ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা আদায়ের রায় দিয়েছেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে