র‌্যাবের অভিযানে বুপ্রেনোরফিন ইনজেকশন ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১; সময়: ৬:২১ অপরাহ্ণ |
র‌্যাবের অভিযানে বুপ্রেনোরফিন ইনজেকশন ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজ এলাকা থেকে নেশাজাতীয় ইনজেক্সন বুপ্রেনোরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

বুধবার রাত সোয়া ৭টার দিকে চালানো অভিযানে আটক হয়, শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমা গ্রামের মৃত গাজলু রহমানের ছেলে মোঃ জামাল উদ্দিন @ভদু (৪০)।

র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৩ নভেম্বর সোয়া ৭টার দিকে জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজের উপর কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এসময় নিষিদ্ধ ঘোষিত মাদক ৫৮৫ পিস বুপ্রেনোরফিন ইনজেকশন ও একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন @ ভদু (৪০)’কে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশন সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাব সদস্যরা ৪ নভেম্বর বেলা পৌনে ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি এলাকা থেকে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে অভিযানে ৩৮ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ উপজেলার দাইপুকুরিয়া দাঁড়িগাছার শাহআলমের ছেলে মোঃ রিফাত আলী খসু (১৬)’কে হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে