সড়ক দূর্ঘটনায় আহত ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১; সময়: ৮:২৫ অপরাহ্ণ |
সড়ক দূর্ঘটনায় আহত ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

আহসান হাবীব মির্জা, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় আহত সেনগুপ্ত কুমার ঘোষ (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সেনগুপ্ত উপজেলার কুসুম্বী গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।

এঘটনায় শুক্রবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় আহত সেনগুপ্ত ঢাকা ইউনি হেল্থ স্পেসালিস্ট হাসপাতালের (আইসিইউয়ে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, প্রয়াত খালার শ্রাদ্ধের বাজার করে মটরসাইকেলযোগে নওগাঁ থেকে আদমদীঘিতে ফিরছিলেন সেনগুপ্ত। বৃহস্পতিবার বিকেল ৩ টায় নওগাঁ-বগুড়া সড়কের উপজেলার ডালম্বা নামক স্থানে তার মটরসাইকেলের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা ইউনি হেল্থ স্পেসালিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ৯ টায় তিনি মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে