রাবিতে সান্ধ্য আইন বাতিল দাবিতে ছাত্রী হলে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
রাবিতে সান্ধ্য আইন বাতিল দাবিতে ছাত্রী হলে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সন্ধ্যার পর হল থেকে বের না হওয়ার নির্দেশ, অযথা জেরা করে হয়রানী, বাধ্যতামূলক ডাইনিংয়ের নিম্নমানের খাবার খাওয়ার মত নির্দেশনার প্রতিবাদে বিক্ষোভ করেছে তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় এক ঘণ্টা হলের ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তার অযুহাত দেখিয়ে হল প্রশাসন সন্ধ্যার পর বের হওয়া নিষেধ করেছে। অনেকের ক্লাস পরীক্ষা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। অনেকে লাইব্রেরিতে পড়াশোনা করেন যা রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। যদি কোনো কারণে হলে ফিরতে দেরী হয় তাহলে হলের ফটকে নানা জেরার মুখে পড়তে হয় ছাত্রীদের। সম্প্রতি ডাইনিংয়ের নিম্নমানের খাবার গ্রহণের জন্য তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ থেকে বাধ্যতামূলক করে দেয়া হয়। শিক্ষার্থীরা এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ করে অযৌক্তিক ‘সান্ধ্য আইন’ ও বাধ্যতামূলক ডাইনিংয়ের নিম্নমানের খাবার গ্রহণের নির্দেশনার প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় তাপসী রাবেয়া হল ফটকের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে জড়ো হন আবাসিক শিক্ষার্থীরা। এসময় তারা হল প্রশাসনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। খবর পেয়ে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। তারা এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা হলে ফিরে যান।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফোরদৌসী মহল বলেন, হলের প্রতিটি শিক্ষার্থী আমার মেয়ে। তাদের কোথায় থাকে সেটা আমার জানার মধ্যে থাকা দরকার যেন কোনো সমস্যা হলে আমি তাদের সাহায্য করতে পারি। বেশিরভাগ শিক্ষার্থীর এতে সমস্যা নেই। মুষ্টিমেয় কিছু ছাত্রী এই অভিযোগ তুলেছে।

ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়ার ব্যাপারে তিনি বলেন, হিটারের রান্না করা বিপদজনক। তাই তাদের নিরাপত্তার কথা ভেবে আমি ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করে দিয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে